
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কোন কাজ বা পয়েন্ট সংগ্রহ করা ছাড়া ফ্রিতে sms পাঠাবেন।
আজ আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একদম বিনামূল্যে দেশের বিভিন্ন নাম্বারে এসএমএস পাঠাবেন।
আমরা অনেকেই এসএমএস করার জন্য মোবাইল ফোনে ম্যাসেজ কিনে থাকি। বিশেষ করে কোনো তথ্য আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার বা বিনিময় করতে এসএমএস ক্রয় করতে হয়। যেমন: কোনো অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মোবাইলে ক্ষুদে বার্তায় পাঠাতে পারি।
এখন এইসব এসএমএস করার জন্য আর কোনো টাকা লাগবে না আবার কোথাও রেজিস্ট্রেশনও করতে হবে না। এখন সেই বিষয়েই আসা যাক।
ম্যাসেজ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি শুধু নির্দিষ্ট একটি নাম্বারেই ম্যাসেজ করতে পারবেন। পাঠানো ম্যাসেজ কে পাঠিয়েছে,কোন নাম্বার থেকে পাঠিয়েছে তা বোঝা যাবে না। তাই এসএমএস করার ক্ষেত্রে অবশ্যই নিজের নাম উল্লেখ করে দিবেন।
ফ্রিতে sms পাঠানোর জন্য প্রথমে এই ওয়েবসাইট এ প্রবেশ করুন।
এর পর আপনি যে নাম্বারে sms পাঠাবেন সেই নাম্বার দিন।এর পরের বক্স এ আপনার টেক্স লিখুন।এর পর একটা ভেরিফিকেশন কোড আছে সেটা দেখে দেখে লিখে ফেলুন।এর পর নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করুন।
ব্যস কাজ শেষ।৪-৫ সেকেন্ড এর মধ্যে ওই নাম্বারে sms চলে যাবে।

(সর্বনিন্ম ২০ সংখ্যার sms হতে হবে এর কম হলে পাঠানো যাবে না)
এবার চলুন নিয়ম জানা যাক-
১. এখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যান।
২. ওয়েবসাইটে দেখবেন নাম্বার দিতে বলা হবে সেখানে 0 ব্যতিত নাম্বার দিবেন। উদাহরণ: 1725292629
৩. আপনার ম্যাসেজটি লেখার জন্য নাম্বার বক্সের নিচে দেখবেন Text Message নামে আরো একটি বক্স আছে। সেখানে আপনার ম্যাসেজটি লিখুন।
৪. তারপর দেখবেন Verification নামক আরো একটি বক্স আছে। তার পাশে দেখেন একটি ক্যাপচা আছে। সেটিই আপনাকে এই বক্সে লিখতে হবে।
৫. সব ঠিক মতো হলে নিচের Send বাটনে ক্লিক করে ম্যাসেজ পাঠিয়ে দিন।ম্যাসেজটি ১ মিনিটের মধ্যেই চলে যাবে।






0 Post a Comment:
Post a Comment