মোবাইলে ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয়
মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট একাউন্ট খোলা যাবে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে। মোবাইলে ফেসবুক একাউন্ট খুলতে হলেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
- Create New Account বাটনে চাপ দিন
- এরপর Next চাপুন
- এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষের অংশ Last Name বক্সে লিখুন

- এরপর জন্মতারিখ সিলেক্ট করুন

- লিঙ্গ সিলেক্ট করুন

- ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস প্রদান করুন

- এরপর ফেসবুক একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন। ছোটহাত বড়হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারলে সেগুলো শক্তিশালী পাসওয়ার্ড হবে, যা হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকবে। পাসওয়ার্ড হুবহু মনে রাখতে হবে, তা না হলে পরে আর লগইন করতে পারবেন না। পাসওয়ার্ড লিখে Next এ ক্লিক করুন

- এরপর Log in with one tap অপশন শো করলে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন, যার মাধ্যমে পরবর্তীতে এক ক্লিকেই ফেসবুকে একাউন্টে লগিন করা যাবে
- এরপর আপনার দেওয়া ইমেইল বা ফোন নাম্বারে একটি মেইল বা মেসেজ যাবে
- মেইল বা মেসেজে পাওয়া কোডটি ফেসবুকে প্রদান করে Confirm চাপুন
- এরপর ফেসবুক থেকেই আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে এড করতে বলা হবে
- প্রদর্শিত কাউকে এড করতে না চাইলে Skip চাপতে পারেন
- এরপর প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন
উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ফেসবুক একাউন্ট তৈরী হয়ে যাবে।






0 Post a Comment:
Post a Comment