আজকের এই পোস্ট টিতে জানতে পারবেন কিভাবে নিজের ইচ্ছা অনুযায়ি নাম দিয়ে টেম্পোরারি ইমেইল ব্যবহার করতে পারবেন তাও আবার সব সময় সময়ের জন্য।
সাধারনত টেম্পোরারি ইমেইল এর ইউজার নেইম অপরিচিত, ফেইক মনে হয়। আর বেশি সময় এক ইমেইল ব্যবহার করা যায় না। তবে এখন আপনি নিজেই যেকোন নাম ব্যবহার করে টেম্পোরারি ইমেইল কাস্টো মাইজ করতে পারবেন। তো এখন থেকে একে টেম্পোরারি ইমেইল নাও বলতে পারেন।
তো আপনাদের প্রথমে একটি এপ ইন্সটল করে নিতে হবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
DOWNLOAD
Playstor
তারপর অ্যাপটি open করার পর নিজের মত করে ইমেইল তৈরি করার জন্য Designate an address এ ক্লিক করুন।
*
তারপর যেকোন নাম দিন। ও এখান থেকে আপনার পছন্দ অনুযায়ি ইমেইলের ডমেইন সিলেক্ট করে নিন।

*
সাথে সাথে popup মেসেজ দেখতে পাবেন আপনার ইমেইল টি তৈরি হয়ে গেছে। তারপর close করে দিন।

*
এখন এই ইমেইল টি সব সময়ের জন্য ব্যবহার করা যাবে।

*
তবে অ্যাপ্লিকেশন টি ডিলেট করে ফেললে বা অ্যাপ এর ডাটা ক্লিয়ার করে ফেললে কিংবা মোবাইল ফোন হারিয়ে ফেললে সেক্ষেত্রে ইমেইল এড্রেস টি হারাতে হবে।
যদি কখনো কোন কারনে ইমেইল এড্রেসটি ভুল বশত ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আবার Designate an address এ ক্লিক করে সেইম ইউজার নেইম ও ইমেইলের ডমেইন সিলেক্ট করে Create new email address এ ক্লিক করলেই হবে।







0 Post a Comment:
Post a Comment