১. OBS Studio

ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার এর কথা বলছি আর OBS শীর্ষ স্থানে থাকবেনা তা কখনোই হতে পারেনা। কারণ বাই ফার OBS হলো সব থেকে সেরা ফ্রি স্ক্রিন রেকর্ডার। তবে একদমই এর ফ্রি হওয়ার ওপরে সন্দেহ করবেন না কারণ এটি ফ্রি হলেও তাবড় তাবড় প্রিমিয়াম স্ক্রিন রেকর্ডারকে হার মানাতে পারে। OBS Studio যথেষ্ট পাওয়ারফুল এবং স্ট্যাবল একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার যার মাধ্যমে হাই কোয়ালিটি স্ক্রিন ক্যাপচার আপনি করতে পারবেন। এছাড়াও আপনি এর মাধ্যমে আপনার কম্পিউটার স্ক্রিন বা গেমপ্লে সরাসরি ফেসবুক, ইউটিউব এবং টুইচ ও অন্যান্য স্ট্রিমিং প্লাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারবেন।
OBS studio এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল:
- হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ডিং
- হাই কোয়ালিটি লাইভ স্ট্রিমিং
- গেমপ্লে রেকর্ডিং করার ক্ষেত্রে সেরা
- মাইক্রোফোন ও কম্পিউটার সাউন্ড রেকর্ডিং
- ওয়েবক্যাম রেকর্ডিং সাপোর্ট
- কোনো ওয়াটারমার্ক ও টাইম লিমিট নেই
২. FlashBack Express

আমাদের দ্বিতীয় ফ্রি কম্পিউটার স্ক্রিন ক্যাপচারটি হল FlashBack Express আর যাকে আপনি OBS studio এর প্রতিযোগী সফটওয়্যারও বলতে পারেন। কারণ OBS studio এর প্রায় সমস্ত ফিচারসই এর মধ্যেও পেয়ে যাবেন। আর যেখানে OBS ব্যবহার করার দিক থেকে একটু কঠিন। সেখানে FlashBack Express ব্যবহারের দিক থেকে খুবই সহজ বা ইউসার ফ্রেন্ডলি। স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও খুব সহজেই আপনি FlashBack Express ব্যবহার করতে পারবেন।
এবং আপনি যদি এর প্রিমিয়াম ভার্সন ক্রয় করেন তাহলে ইনবিল্ড ভিডিও এডিটিং ও আরো অন্যান্য টুলস বা ফিচারস গুলিও ব্যবহার করতে পারবেন।
FlashBack Express এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল:
- হাই কোয়ালিটি স্ক্রিন এবং গেম প্লে ক্যাপচার করতে সক্ষম
- কম্পিউটার সাউন্ড এবং মাইক্রোফোন দুই সাউন্ডই রেকর্ড করতে পারবেন
- কোনো সময় লিমিট ও ওয়াটারমার্ক নেই
- MP4, AVI, WMV ফাইল সেভ করতে পারবেন
৩. Apowersoft Free Online Screen Recorder

আজকে আমাদের লিস্টের শেষ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটি হল Apowersoft Free Online Screen Recorder আর যারা নাম দেখেই আপনি হয়তো বুছতে পেরে গেছেন যে এটি একটি অনলাইন স্ক্রিন রেকর্ডার। Apowersoft হল একটি ব্রাউজার বেসড কম্পিউটার স্ক্রিন রেকর্ডার যার মাধ্যমে আপনি ওপরের দুটি সফটওয়ারের মতোই কম্পিউটার স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। যদিও এটি কোন গেমপ্লে রেকর্ড করার ক্ষেত্রে উপযুক্ত না কিন্তু টিউটোরিয়াল, প্রেজেনটেশন, সফটওয়্যার ডকুমেন্টেশন এবং সাধারণ স্ক্রিন ক্যাপচার করার ক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয়।
Apowersoft এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল:
- হাই কোয়ালিটি স্ক্রিন ক্যাপচারিং উইথ কাস্টম স্ক্রিন সিলেকশন
- ওয়েবক্যাম রেকর্ডিং
- বোথ কম্পিউটার ও মাইক্রোফোন সাউন্ড ক্যাপচার
- সময় লিমিট ও ওয়াটারমার্ক নেই
- ইসি শেয়ারিং অপসন







0 Post a Comment:
Post a Comment