যাদের ব্লগার/ব্লগস্পট ওয়েবসাইট আছে তারা হয়তো জানেন যে, ওয়েবসাইটের লিংকের শেষে?m=1 অথবা?m=0 লোখাটি শো করে। অর্থাৎ আপনার ডোমেইন নামটি এই রকম দেখায়-
https://marufjabed.blogspot.com/?m=1
https://marufjabed.blogspot.com/?m=0
যা দেখে অনেকেই বুঝে যায় যে এটি একটি ব্লগার/ব্লগস্পট ওয়েবসাইট।
কিন্তু এটি খুব সহজেই হাইড করে রাখা যায় ছোট্ট একটি কোডের মাধ্যমে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শিখে নিই কিভাবে ব্লগার-ব্লগস্পট সাইটের লিংক থেকে?m=1 এবং?m=0 হাইড করতে হয়।
১। প্রথমে নিচের বক্স থেকে কোডটি কপি করুন-
<script type="text/javascript" src="//sia-cdn.cf/blogger/sia-hide-m.js"></script>
২। এরপর কোডটি আপনার ওয়েবসাইটের হেড ট্যাগ অর্থাৎ <head> এর মধ্যে পেস্ট করুন।
৩। তারপর সেভ করুন।
কাজ শেষ। এভাবেই আপনি আপনার ব্লগার-ব্লগস্পট সাইটের লিংক থেকে?m=1 এবং?m=0 হাইড করতে পরবেন।
তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন টিউন নিয়ে হাজির হবো।






0 Post a Comment:
Post a Comment