আজকে একটি খুব ইম্পোর্ট্যান্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো চলুন আর দেরি না করে শুরু করে দেয়া যাক। আজকে শেখাবো কিভাবে কন্টেন্ট কপি প্রটেক্ট করবেন ব্লগারে।
এমন হাজারো কারন আছে আমাদের কন্টেন্ট কপি প্রটেক্টেড করার। একেকটা আর্টিকেল লিখতে বা কোন কন্টেন্ট কতোটা সময় এবং পরিশ্রম প্রয়োজন হয় সেটা তারাই জানে যারা নিজ পরিশ্রমে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়টরের কাজ করেন। যখন এই কাজ কেউ চুরি করে নেয় তখন খুব কষ্ট লাগে।
তাই আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইট থেকে এসব ডিজিটাল চোরদের প্রতিহত করবেন। খুবই সহজ এবং সিম্পল কাজ করেই চোরদের মুখে ঝাটা লাগাতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে।
কন্টেন্ট কপি প্রটেক্ট কোডঃ
<!- START disable copy paste --><script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'/><script type='text/javascript'> if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } </script><!-- End disable copy paste -->
এবার সোজা আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বা এডমিন প্যানেলে চলে যান। তারপর, থিমে চলে যান এবং নিচের ছবির মতো অপশনে চলে যান।

সেখান থেকে “Edit HTML” এ ক্লিক করুন। সেখানে ক্লিক করে নতুন উইন্ডোতে চলে যান। সেখানে গিয়ে HTML কোডের মধ্যে খুঁজে দেখুন কোথায় Header ট্যাগ আছে। Header ট্যাগের পরবর্তীতে </b:if> খুঁজে দেখুন। তার পরবর্তীতে উপরের কোডটি পেস্ট করুন এবং সেভ বাটনে ক্লিক করুন।
নিচের ছবির মত করে কোডটি পেস্ট করে নিন। নিচে ছবি দেখলে আরও পরিষ্কার করে বুঝতে পারবেন। ছবিটি ভালো করে দেখে নিন এবং সিমপ্লি কাজটি সম্পন্ন করে নিন।
তারপর সেভ বাটনে ক্লিক করে নিয়ে এডিটেড টেমপ্লেট সেইভ করে নিন। তারপর ঐখানে থেকে বেরিয়ে আসুন এবং ব্লগের কোন আর্টিকেলে ভিজিট করে চেক করে দেখুন কপি করা যাচ্ছেনা বা সিলেক্ট হচ্ছেনা।







0 Post a Comment:
Post a Comment