আসসালামু আলাইকুম,
আজকের পোস্টটিতে দেখাব যার মাধ্যমে কাউকে ট্রাক করতে পারবেন তার ইচ্ছাই। সে কথাই যাচ্ছে কি কি করছে সেটা আপনি অন্য জাইগাই বসে থেকে দেখতে পারবেন। সেটি হতে পারে Parents তার Children's , Boyfriend তার girlfriend বা যে কেনো ব্যাক্তিকে।
যে ব্যক্তি দেখবে সেই ব্যাক্তির অ্যাপ লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=org.findmykids.app
এবার অ্যাপস ডাউনলোড করা হলে ওপেন করুন
Cannect a child's phone এ ক্লিক করুন।
তারপর এমন একটি কোড আসবে সেটি কপি করে রাখুন।
এই কোডটি ট্রাক করা ব্যাক্তির অ্যাপস এ দিতে হবে।
যে ব্যাক্তিকে ট্রাক করে দেখবে তার অ্যাপ লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=org.findmykids.child
অ্যাপস ডাউনলোড করা হলে এটিকে ওপেন করুন এবং
i am a child connecting my own phone এ ক্লিক করুন।
তারপর আগের এপস এর কপি করা কোডটি দিন তারপরে connect এ ক্লিক করুন।
এরপরে Allow করুন
তারপরেই কাজ শেষ এখন আপনি যে আপনাকে ট্রাক করছে
তার সাথে চ্যাট করতে পারবেন।
এখন যে ব্যাক্তি দেখছেন অর্থাৎ Find my child apk সেই ব্যাক্তির অ্যাপস থেকে প্রবেশ করুন।
দেখুন দেখা যাচ্ছে। এখন আপনি সেই ব্যাক্তিকে দেখতে পারবেন কথাই যাচ্ছে আর তার সাথে চ্যাট করতে পারবেন। আরো আরো রয়েছে ভয়েস মেসেজে কথা বলতে পারবে একদম ওকিটক এর মত।
পোষ্টের ভুলত্রুটি ক্ষমা করে দিবেন। আজকে এই পর্যন্তই। আমার পোস্টটি ভাল লাগে থাকলে শেয়ার করুন এবং আমার পেজের সাথে থাকুন।















0 Post a Comment:
Post a Comment