ব্লগ সাইটে সাবস্ক্রাইব বাটন এড করবেন কিভাবে?
প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের ওপেন করবেন। তারপর চ্যানেলটির সেটিং নিয়ে যাবেন এবং এখন সেটিং এ ক্লিক করুন । এখন YouTube channel ID: এরপরের লেখাগুলো কপি করতে হবে।
এবার নিচের লিংকে ক্লিক করুন:
https://developers.google.com/youtube/youtube_subscribe_button
এখন
Channel Name or ID: আপনার ইউটিউবে কপি করা লিখাটি পেস্ট করুন।
Layout: Full
Theme: সাদা/কালো (আপনার পছন্দ)
Subscribe count: আপনার সাবস্ক্রাইব কয়টি দেখাতে চান তাহলে default (show) অথবা দেখাতে না চাইলে Hidden করুন।
তারপরে
Code : script গুলো কপি করুন।
এখন আপনি আপনার ব্লগ সাইটে গিয়ে Layout যান (www.blogger.com/blog/layout/) ।
Layout এ গিয়ে Add a gadget এ ক্লিক করবো।
HTML/JavaScript এ (+) ক্লিক করবো।
তারপর content এ Copy করা Code টি Pest করবো।
আর Tittle এ যেকোনো কিছু লিখে দিতে পারেন । তারপরে Save ক্লিক করলেই Subscribe Button add হয়ে যাবে।







0 Post a Comment:
Post a Comment